না.গঞ্জে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল

152
না.গঞ্জে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরিষদের পক্ষ থেকে অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে সারাদেশ ব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরের গণকর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে হুশিয়ারি দেন নেতারা।

নারায়ণগঞ্জের জেলা শাখার সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মোতালেব হোসেন, সোনিয়া আক্তার, কামরুল হাসান, আওলাদ হোসেন, মোকলেস শেখ, হেমায়েত উদ্দিন চৌধরী, আব্দুর রহমান, সাহাবুদ্দিন হোসেন, হাসিনা আক্তার, মফিজুল রহমান, শিল্পী রানী দাস, শিমুল হোসেন, শিবলু, সাহাবুদ্দিন, হেলাল, ওমর,আওলাদ হোসেন, আবুল কালাম, আবু তাহের শামীম প্রমুখ।