সাড়ে ৬’শ পরিবার পেলো মজিদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

297
সাড়ে ৬’শ পরিবার পেলো মজিদ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

সদর উপজেলার কাশীপুরের সাড়ে ৬শ’ পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসমাগ্রী তুলে দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান আব্দুল মজিদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে কাশীপুর হাটখোলায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আব্দুল মজিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সংরক্ষিত নারী ইউপি সদস্য তাসলিমা আক্তার, ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশ।

এতে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মেজবাউদ্দিন দুলাল, কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মো: ইকবাল হোসেন প্রমুখ।