নারায়ণগঞ্জ-৪ আসনের নব নির্বাচিত সাংসদ একেএম শামীম ওসমানের মত বিনিময় সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে সিদ্ধিরগঞ্জ গোদনাইল ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও সম্মলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মো: শাহজাহান। শনিবার (২৭ জানুয়ারী) বিকালে ফতুল্লা থানাধীন ওসমানী স্টেডিয়ামে সাংসদ শামীম ওসমানের আহ্বানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যুতা ও ইভটিজিংয়ের বিরুদ্ধে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক, সামাজিক, আইনজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিকে এ সভাকে সফল করার লক্ষ্যে শতাধীক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মিছিলসহ সভাস্থলে যোগদান করেন যুবলীগ নেতা শাহজাহান। শাহজাহানের নেতৃত্বে এ মিছিলটি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে যোগদান করে। এসময় নেতাকর্মী ও সমর্থকরা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী নানা স্লোগান দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।