সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান মন্টু মেম্বারের

132
জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে জেলা শ্রমিকদলের যোগদান

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে শনিবার বিকেলে চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচী পালিত হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ।

জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে শত শত নেতাকর্মী এ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।

এসময় মন্টু মেম্বার বলেন, বর্তমান সরকার মিথ্যাবাদী সরকার। ক্ষমতায় আসার আগে তারা বলেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে, কিন্তু বর্তমান চালের দাম ৬০ থেকে ৭০ টাকা। শুধু চাল নয়, সকল পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

তিনি আরও বলেন, এ সরকার তিলে তিলে আমাদের নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তাই সকলকে প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় এ বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফর রহমান খোকা, বর্তমান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন, রোজেল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক আব্দুল হাই রাজু প্রমুখ।