নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে মাসদাইর বাড়ৈভোগ এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগ নেতা রঞ্জিত মন্ডল ও এনায়েতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডেল সাবেক সফল মেম্বার মীর জাকারিয়া জাকিরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মতিউর রহমান প্রধান, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার বিউটি, এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ৮নং ওয়ার্ড মেম্বার আতাউর রহমান প্রধান, মহিলা মেম্বার ফারহানা আক্তার প্রমুখ।