প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ

133
প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বঙ্গবন্ধু কণ্যা, জননেত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের একাংশের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (০৬ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে ২নং রেল গেইট হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার প্রতিবাদে মহানগর আ:লীগের প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ-সভাপতি এড. দুলাল, রবিউল হোসেন, যুগ্ম সম্পাদক জি এম আরমান, শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা।

এতে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহানগর কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান লিটন, জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীর, শ্রমিকলীগ নেতা আব্দুল কাদির, যুবলীগ নেতা কালাম, জানে আলম বিপ্লব, মিজানুর রহমান মিজান, আব্দুল গাফ্ফার প্রমুখ।