জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ ছুরিকাঘাতে আহত

229
মামুন মাহমুদ ছুরিকাঘাতে আহত

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ইফতার মাহফিল শেষে বের হওয়ার পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দুর্বত্তরা। গুরুত্ব আহত মামুন মাহমুদ বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় পল্টনের দলীয় কার্যালয়ের একটি ইফতার মাহফিল থেকে বের হওয়ার পর ঘটে এ ঘটনা।

জানা যায়, ইফতার মাহফিল থেকে বের হওয়ায় পর গাড়িতে উঠার সময় পিছন থেকে তিন যুবক এসে ছুরিকাঘাত করে মামুন মাহমুদকে। এসময় জনতার হাতে একজন ধরা পড়লেও পালাতে সক্ষম হয় অপর দুজন।

মামুন মাহমুদের উপর হামলা ও অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন লাভলু।

তিনি বলেন, ইফতার মাহফিল শেষে পল্টনের কার্যালয় থেকে বের হওয়ার পর কিছু বুঝে উঠার আগেই দুর্বত্তরা জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে পিছন থেকে ছুরিকাঘাত করে। এখন গুরুত্ব অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।