খালেদা জিয়ার জন্মদিনে সদর থানা যুবদলের নানা আয়োজন

214
খালেদা জিয়ার জন্মদিনে সদর থানা যুবদলের নানা আয়োজন

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

দোয়া, মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল।

শনিবার (১৫ আগস্ট) মহানগর যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন সেন্টুর উদ্যোগে এ দোয়া ও কেক কাটা হয়।

জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি। দোয়ায় বেগম জিয়া, তারেক রহমান’র আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত নেতাদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা যুবদল নেতা আনিসুর রহমান টিটু, জহির উদ্দিন, কামাল হোসেন, পারভেজ আলম, জহিরুল ইসলাম সিকু, মাহবুব আলম, সুমন হোসেন, রুবেল, সোহেল, মোতালেব, মাইনুদ্দিন, জসিম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগষ্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সন। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান তিনি।