নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
ইভটিজিং, মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং দমনে অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নারায়ণগঞ্জ মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিয়াজুল হক, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আউয়াল, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল বাছেদ রতন প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমন, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এসময় অতিথিরা শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের উদ্দেশ্যে এবং মাদক-সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নারায়ণগঞ্জ মো. নাজমুল হাসান বলেন, এ সমাজকে যদি আমরা নিরাপদ রাখি, ভালো রাখি, কল্যাণকর রাখি তাহলে এর সুফলও আমরা সকলেই ভোগ করবো। আমি মনে করি, এ সমাজকে নিরাপদ রাখা আমাদের সকলেরই দায়িত্ব। বাংলাদেশ পুলিশের সকল সফলতায় আপনাদের তথা সাধারণ মানুষের ভুমিকা অপরিসীম। তাই আপনারা আমাদের সহযোগীতা করলে আমরা অপরাধ নির্মুলে অবদান রাখতে পারবো।
তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের অনেক ভুল ও অপরিপক্ক সিদ্ধান্তের কারণে তার নিজের ক্যারিয়ার, জীবনসহ একটি পুরো পরিবার ধ্বংসের মুখে চলে যেতে পারে। বাবা-মা তাদের আদরের সন্তানকে হারিয়ে ফেলতে পারে। প্রত্যেকটা অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আরো বেশী সচেতন হতে হবে।