নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
নারায়ণগঞ্জ আইন কলেজের ২০১৭-১৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর চাষাড়ায় সিন্যামন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন কলেজের অধ্যক্ষ এড. মোঃ সাখাওয়াত হোসেন ভুইয়া।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আইন কলেজের উপাধ্যক্ষ এড. রবিউল আমিন রনি।
সাথী রহমান ও হযরত আলী সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইন কলেজের প্রভাষক এড. মো. মিনহাজুল ইসলাম ভুইয়া, এড. মো. সাখাওয়াত হোসেন, আইন কলেজের ভিপি এড. মো. হাসান, জি. এস এড. আমজাদ হোসেন, ফতুল্লা থানা মানবাধিকার কমিশনের প্রচার সম্পাদক আল মামুন প্রমুখ।