স্টাফ রিপোর্টার :
এই রিপোর্টটি লেখার পনেরো ঘন্টা আগে গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, এডভোকেট সাখাওয়াৎ হোসেন খান এবং আবু আল ইউসুফ খান টিপু। আর এই ভিডিওটি তখনই আপলোড করেছেন নারায়ণগঞ্জের একটি জনপ্রিয় অনলাইন পোর্ট।ল। আর গত ষোল ঘন্টায় পোষ্ট দেয়া এই ভিডিও দেখে কমেন্ট করেছেন ৫৪২ জন। আর যারা কমেন্ট করেছেন তাদের মাঝে শতকরা নব্বই শতাংশ কমেন্ট পরেছে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষ্যে। শুধু তাই নয় যারা কমেন্ট করেছেন তারা এডভোকেট আবুল কালাম, এডভোকেট সাখাওয়াত এবং এডভোকেট টিপুর তীব্র সমালোচনা করেছেন। নিচে কিছু পাবলিক কমেন্ট তুলে ধরা হলো।
এ বিষয়ে জুবায়ের সাগর লিখেছেন,দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে , অতীতে যারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন, এরা তাদের দলভুক্ত হবে,এটা সময়ের ব্যাপার মাত্র।
সজিব আহম্মেদ লিখেছেন, আপনাদের এই পাঁচজন দিয়ে নারায়ণগঞ্জ বিএনপি গঠিত হয়নি কথাটা মনে রাখবেন নারায়ণগঞ্জ বিএনপি আপনারা যারা অতিথি পাখি হয়ে এসেছেন তারা যদি দলের সর্বোচ্চ নেতার কথা অমান্য করেন তাহলে আপনাদের কথা শোনার মত সময় সাধারণ জনগণের নেই কারণ বিএনপিতে জনাব তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত কথাটা মনে রাখবেন যারা তারেক রহমানের কথার বাহিরে সিদ্ধান্ত নেবে তারা বিএনপিতে ঠাই পাবে না।
কামাল প্রধান লিখেছেন, তাহলে দলের হাইকমান্ড তারেক রহমান কি অজ্ঞ ছিল।যে না বুঝে শুনেই অনুপ্রবেশকারী কে মনোনয়ন দিয়েছে? যেহেতু অনুষ্ঠানের আলোচক বল্লেন মাসুদ সাহেব বিএনপির কেউ নয়??
মোহামম্দ ইকবাল হোসাইন লিভেছেন, জনাব তারেক রহমান বুঝে শুনেই, যাকে দিয়ে আমাদের নারায়ণগঞ্জ এর উন্নয়ন হবে তাকেই বাছাই করেছেন। আমরা কোনো সংকোচ ছাড়াই বলতে পারি জনাব ‘মাসুদুজ্জামান মাসুদ সাহেব ’থেকে যোগ্য প্রার্থী আমরা দেখি না। কথায় আছে ভালো মানুষের শত্রু বেশি এইটা থেকেই প্রমান হয় তিনি আমাদের যোগ্য নেতা। উনার পিছনে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ বাসি তীব্র নিন্দা জানাই যারা এগুলা পরিচালনা করছেন। আমাদের আগামী দিনের ভবিষ্যত মডেল নারায়ণগঞ্জ, প্রিয় নেতা মাসুদ ভাই এর হাত ধরেই হবে, ইনশাআল্লাহ।
মোহাম্মদ বাদল হোসেন লিখেছেন, ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় সবার আগে বাংলাদেশ মাসুদ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।
আতিক ইসলাম লিখেছেন, আমরা মাসুদ ভাই কে এমপি হিসেবে দেখতে চাই নারায়ণগঞ্জ ৫ আসনে ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না ইনশাআল্লাহ।
আসমা খাতুন লিখেছেন, টিপু কাকা মাইরের কথা ভুলে গেছে।কি অবস্থা টাই না করছিল।
শুভ সাহা লিখেছেন, মাসুদুজ্জামান মাসুদ ভাই হচ্ছেন নারায়ণগঞ্জ ৫ আসনের যোগ্য প্রার্থী। কর্মী বান্ধব । জনদরদী । ক্রিয়া ব্যক্তিত। শিক্ষা অনুরাগী। সাধারণ মানুষের নয়নের মনি সে ব্যক্তি হিসেবে খুবই একজন ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ ৫ আসনের এমপি হিসেবে তাকেই আমরা দেখতে চাই। বিজয়ের হাসি মাসুদুজ্জামান মাসুদ ভাই হাসবেন ইনশাআল্লাহ। জিয়ার সৈনিক এক হও।
এহসান ফজলে শামীম লিখেছেন, নারায়নগন্জ-৫ আসনে মাসুদুজ্জাদান মাসুদই সেরা প্রার্থী। আর এখানের ২/১ জন ছাড়া বাকিদের SA/CS এর অস্তিত্ব নাই, উনারা এক হয়েছেন জনাব তারেক রহমানের সিদ্ধান্তের বিরোধিতা করে দলকে ছোট করতে। উনাদের আক্ষেপের কথা পাবলিকের সামনে না বলে সরাসরি তারেক সাহেবকে বললেই হতো। এভাবে উনাকে বিব্রত করা হচ্ছে।
আলআমিন প্রধান লিখেছেন, মাসুদ সাহেবের একটি সমস্যা উনি তো আমাদের মতন চাঁদাবাজ না এইজন্য তাকে বয়কট করলাম।
মূলত এভাবেই গতকাল নব্বই শতাংশের বেশি মানুষ মাসুদুজ্জামানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন এবং এডভোকেট আবুল কালাম, এডভোকেট সাখাওয়াৎ এবং এডভোকেট টিপুর তীব্র সমালোচনা করে কমেন্ট লিখেছেন । ##




