রাধা গোবিন্দ মন্দির’র রথযাত্রা ও আলোচনা সভা

135
রাধা গোবিন্দ মন্দির’র রথযাত্রা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বিশ্বশান্তি, করোনা ভাইরাস থেকে মুক্তি ও সকলের মঙ্গল কামনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর দেওভোগ আখড়া এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির হতে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এই শোভাযাত্রা দেওভোগ আখড়া, পালপাড়া, ২নং রেল গেইট, উকিল পাড়া, আলম খান লেন, চাষাড়া, কালিরবাজার, টানবাজার, মন্ডলপাড়া, জিমখানা, ডিআইটি হয়ে পুনরায় দেওভোগে গিয়ে শেষ হয়। কোভিডের কারণে গত ২ বছর সীমিত পরিসরে রথযাত্রা পালিত হলেও এবার বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এর আগে ইস্কন’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশিষ্ট ব্যবসায়ী, সিআইপি অমল পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতীক)। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান ও মন্দিরের অসংখ্য ভক্ত অনুরাগী।