শনিবার চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উৎসব পালন ও ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে...

যোগ দিবেন সালমা ওসমান লিপি

154
শনিবার চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উৎসব পালন ও ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

“গান হোক মানুষের চেতনাকে শানিত করার হাতিয়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠীর ৩০ বছর পূর্তি উৎসব পালন ও ঈদ-পুনর্মিলনী উপলক্ষ্যে আগামী শনিবার (৮ জুলাই) আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক সংগঠন চৈতন্য সমাজ উন্নয়ন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান পত্নী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সমাজ সেবক জামাল উদ্দিন সবুজ।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এম এ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. শিরিন বেগম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আব্দুল করিম বাবু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. জুয়েল হোসেন, নগরীর ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ণ বোর্ড শ্রমিক কর্মচারী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সিরাজুল হক, জনতা ব্যংক কর্মচারী ইউনিয়ণ নারায়ণগঞ্জ শাখার সভাপতি মো. মোসলে উদ্দিন জীবন, বৃহত্তর মাসদাইর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রঞ্জিত মন্ডল, নারায়ণগঞ্জ সদর থানা কৃষকলীগের সহ-সভাপতি মো. কাসেম সম্রাট।

অনুষ্ঠানে অভ্যর্থনায় থাকবেন মো. শামসুল হক, মো. মেজবাহ উদ্দিন বাবুল, গাজী মো. লিটন, পিযুষ কান্তি সরকার, দিয়া মনি, মোখলেছুর রহমান প্রধান, অজিত বাবু, প্রিয়ন্তি সরকার কথা, নম্রতা সরকার, গৌরি মনি ও প্রভা।