পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে চাষাড়ায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রমিক সমাবেশ ও র্যালীতে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সচল করার জন্য যারা দিনরাত মেহনত করে চলেছে তারা হচ্ছে এ দেশের শ্রমজীবী সমাজ। শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফলে দেশের অর্থনীতি সাবলীল গতিতে এগিয়ে চলেছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসন শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে। এজন্য যারা শিল্প কারখানার মালিক তাদেরকেও এগিয়ে আসতে হবে। কারন মালিক, শ্রমিক ঐক্যবদ্ধ না থাকলে কোন সমস্যাই সমাধান করা সম্ভব নয়। তাই যেকোন পরিস্থিতিতে সহনশীল থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার দাওয়া সম্পাদক হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হুমায়ুন কবীর শাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।




