ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, ডিসি-এসপি

568

 

২১ ফেব্রুয়ারী দিনগত রাত রাত ১২টা ১ মিনিটের পর থেকেই শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

একুশ মানে মাথা নত না করা, এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে সালাম, জব্বার, রফিক, বরকত, সফিউরদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধার ঢালি ফুলে ফুলে ও বিনম্র কৃতজ্ঞতায়। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, রাষ্ট্র ভাষা বাংলা, যাদের ত্যাগ প্রেরণা হয়েছে বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সচেতনতার, সেই ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়