স্টাফ রিপোর্টার :
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমকে আওয়ামী স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের একটি প্রোগ্রামে ছাত্রদল নেতা পরিচয়ে হেনস্থা করা ও বিভিন্ন সময় একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে চক্রান্ত করায় তার নিজ গ্রাম কুমিল্লার দয়াপুরে জুম্মা নামাজে পর প্রতিবাদ সভায় করা হয়, এতে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, তিনি বলেন মোহাম্মদ হাতেম কখনই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত ও অর্থনীতির প্রয়োজনে তাকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পাশে থেকে পলিসি প্রণয়নে কাজ করতে হয়েছে । সাবেক প্যানেল মেয়র হারুন ও কমিশনার খলিল তারা বলেন ভবিষ্যতে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপর কোনরকম অন্যায় অভিযোগ দিয়ে দোষারোপ করার অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই । এতে বক্তব্য রাখেন, কুমিল্লা ৬-আসনের বিএনপির ঘোষিত প্রার্থী মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, মোহাম্মদ হাতেমের পরিবার এলাকায় স্কুল কলেজ ও মাদ্রাসা মসজিদ নির্মাণ সহ অসহায়দের পাশে থেকে সহযোগিতা করেছে। সংগঠন ও ব্যবসায়ী কাজে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক রাখতে হয়েছে। কুচক্রীমহল তাকে স্বৈরাচারের দোসর আখ্যা দিচ্ছে, এটা অন্যায়। এর তীব্র নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তিনি আরো বলেন মোহাম্মদ হাতেম দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী নেতা। তাই তাকে যেমন বিগত সরকারের সাথে মিশতে হয়েছে, এখনো মিশতে হচ্ছে এবং ভবিষ্যতেও মিশতে হবে। তাই যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা একজন ব্যবসায়ী নেতার কাজ সম্পর্কে কোনো ধারনা রাখে না বলেই মনে হচ্ছে।




