বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৫নং ওয়ার্ড শ্রমিক দলের শোক সভা ও দোয়া মাহফিল

57

 

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জ মহানগর ১৫নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ জোহর নগরীর নিতাইগঞ্জ মোড়ে এই শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১৫নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব আল আমিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজাহারুল ইসলাম জোসেফ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি।

এ সময় শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. ফারুক এবং যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব কামাল হোসেন মোল্লা, বিল্লাল হোসেন, লিটনসহ স্থানীয় শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

১৫নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক রিপন মিয়ার সার্বিক পরিচালনায় দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।