বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শিকদার বাপ্পী চিশতী 

96

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।

সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় তিনি এই মর্মান্তিক প্রাণহানিকে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি বলে অভিহিত করেন।

 শিকদার বাপ্পী চিশতী তার শোকবার্তায় বলেন, “নিষ্পাপ ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের এই মর্মান্তিক প্রাণহানি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। যেসব তরুণ প্রাণ সদ্য ভবিষ্যতের স্বপ্ন বুনছিল, তাদের এভাবে নিভে যাওয়া আমাদের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।”

তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করে বলেন, “আমি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের শোকাহত পরিবার, বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আহতদের দ্রুত সুস্থতা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে আমি আন্তরিকভাবে কামনা করছি আল্লাহ তাদেরকে হেদায়েত করুন আমীন।