বিএনপির কাছে এবার ধানের শীষ প্রতিক চাইলেন মনির হোসাইন কাসেমী?

297

স্টাফ রিপোর্টার :

গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত হয়ে এবার বিএনপির কাছে ধানের শীষ প্রতিক চেয়েছেন মনির হোসাইন কাসেমী। বিএনপির শীর্ষ নেতাদের তিনি পরিস্কার ভাবে জানিয়েছেন তিনি যদি ধানের শীষ প্রতিক না পান তাহলে বিএনপি সমর্থন দিলেও অন্য কোনো প্রতিক নিয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না। কারন এই আসনে যদি ধানের শীষ প্রতিক না থাকে এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ শাহআলম অথবা গিয়াস উদ্দিন যদি অন্য কোনো প্রতিক নিয়ে নির্বাচন করেন তাহলেও তাদের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাই ধানের শীষ প্রতিন না দিলে তিনি নির্বাচনই করবেন না। গতকাল বিএনপির একটি সূত্র নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজকে এসব তথ্য জানিয়েছে। তাই প্রশ্ন উঠেছে তিনি কিভাবে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। তার জন্য পথ একটাই আর সেটা হলো তাকে জমিয়তে উলামায়ে ইসলাম ছেড়ে বিএনপিতে যোগ দিতে হবে। কিন্তু  সেই ক্ষেত্রে তিনিতো আর কোনো ইসলামী দলের প্রার্থী থাকছেন না। তাই বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন তার দলের সাথে যদি জোট না হয় তাহলে তাকে কেনো মনোনয়ন দেবে বিএনপি। এই আসনে বিএনপিতে কি যোগ্য নেতার কোনো অভাব পরেছে? তাই এই আসনে এরই মাঝে বদলে গেছে সকল হিসাবনিকাষ। মাইনাস হতে পারেন মনির হোসাইন কাসেমী। মনোনয়ন পেতে পারেন মশিউর রহমান রনি, গিয়াস উদ্দিন অথবা মোহাম্মদ শাহআলম।