বন্যাদুর্গতদের পাশে গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ

140
নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় ইসলামিক স্কলার শায়খ আব্দুল মোস্তফা রাহিম আজহারী ফেসবুক পেজ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ মানবিক টিমের সমন্বয়ে গত তিনদিনে ১৩০০ বানবাসী মানুষের খাদ্য সামগ্রী বিতরণ করছে।
নারায়ণগঞ্জ থেকে দুইটি কন্টেইনার যোগে প্রায় ২৪ টন খাদ্য সামগ্রী বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। যা সিলেটে বিতরণ করছে টিমের সদস্যরা।
টিমের নেতৃত্ব দিচ্ছেন নারায়ণগঞ্জ মানবিক টিমের সমন্বয়ক আব্দুল মোস্তফা রাহিম আজহারী, মাওলানা মুহাম্মদ মাঈনুল হাসান ক্বাদেরী, মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা সহ প্রায় ৩০ জন সদস্য।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, আলু ৩ কেজি, পেয়াজ ১ কেজি, তৈল ১ লিটার, মুড়ি ৫০০ গ্রাম, চিড়া ২ কেজি, বিস্কুট ১ কেজি, চানাচুর ৫০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, লবন ১ কেজি, মোমবাতি, সাবান, গ্যাস লাইটার, ওরস্যালাইন ও প্রয়োজনীয় জরুরী ঔষধ সামগ্রী।