বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ

153

 

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজঃ

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। র‍্যাডিকেল ডিজাইন লি: গার্মেন্টসের শ্রমিকরা বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় এ সড়ক অবরোধে অংশ নেয়।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাস শেষের দিকে চলে এলেও তারা এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সকালে কাজে যোগদান করার পর জানতে পারি মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেয়। নোটিশ দেখে কারাখানার প্রায় দুই হাজার বিক্ষুব্ধ শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এসে অবস্থান নেয়।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬ টার দিকে বকেয়া বেতনের দাবিতে সড়কের দুপাশে সারিবদ্ধভাবে অবস্থান নেয় নারী শ্রমিকরা। একপর্যায়ে তারা সড়কের উপর বসে পড়ে, যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের দুপাশে। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সড়কের পাশে অবস্থান নেয়। একইসময়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে আসলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।