ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মহানগর বিএনপির র‌্যালি গোগনগর ইউনিয়ন যুবদলের যোগদান

185

গাজা ও রাফায় ইসরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মহানগর বিএনপির র‌্যালিতে গোগনগর ইউনিয়ন যুবদল নেতা ইবনে মোহাম্মদ আল কাওসারের নেতৃত্বে সস্রাধিক নেতাকর্মীদের নিয়ে যোগদান করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মিশন পাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মহানগর বিএনপির র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে গোগনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা   জাতীয় পতাকা ও দলীয় পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ করেন।

র‌্যালি যোগদান কালে গোগনগর ইউনিয়ন যুবদল নেতা ইবনে মোহাম্মদ আল কাউসার বলেন, আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পক্ষে আছি। সাম্রাজ্যবাদী আমেরিকার নির্দেশে ইহুদীবাদী ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনী জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। তাদের অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে দাড়িয়েছি। আমরা আশা করছি, পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশ প্রতিবাদী জানাবে এবং ইসরায়েলি পণ্য বর্জন, গাজা ও রাফায় নির্বিচারে শিশুসহ গণহত্যা বন্ধ, যুদ্ধাপরাধের দায়ে ইসলায়েল সরকার প্রধানের যথাযথ বিচার, ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে থাকার আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন, জুয়েল শিকদার, দেওয়ান শ্যামল, মোহাম্মদ ডালিম আহমেদ, মোহাম্মদ সাইমন, সহ সস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।