বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহআলম ইসদাইর-গাবতলী-টাগারপাড় ও লালপুর এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এক লাখ টাকা অনুদান দিয়েছেন। গত ১০ জুলাই বৃহস্পতিবার তিনি গাবতলীর বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম জীবনের অনুরোধে এই টাকা অনুদান দেন।
সূত্র মতে জানা গেছে, অত্র এলাকায় বিগত প্রায় দশ বছর যাবৎ তীব্র জলাবদ্ধতা হচ্ছে। তবে তিন বছর আগে লালপুর এলাকায় তিনটি অস্থায়ী পাম্প বসানো হয়। আর এই তিনটি পাম্পের মাঝে নিজের টাকায় অপেক্ষাকৃত শক্তিশালী একটি পাম্প বসিয়ে দেন বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহআলম। এতে এলাকাবাসী অনেকটাই উপকার পাচ্ছে।
এবার তিনপি পাম্পের মাঝে দুটি লোহার পাইপ ফুটু হয়ে গেলে এই দুটি পাইপ পাল্টানোর জন্য এক লাখ টাকার প্রয়োজন হয়। তখন সাংবাদিক রফিকুল ইসলাম জীবন বিষয়টি আলহাজ্ব মোহাম্মদ শাহআলমকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে লালপুর এলাকার মেম্বার মাঈনুদ্দিনকে ডেকে নিয়ে এক লাখ টাকা দিয়ে দেন। এখন পাইপ পাল্টানোর কাজ চলছে।
এদিকে এবারের বর্ষা শুরু হওয়ার আগেই গাবতলী এলাকার বাসিন্দা বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম জীবন, গাবতলী ও টাগারপাড়ের বিশিষ্ট শিল্পপতি এম এ আউয়াল, তার ছোট ভাই অপর শিল্পপতি এম এ মতিন ও ইকবাল আর্থিক সহায়তা করেন। ফতুল্লা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার মাঈনুদ্দিন এবং ৬নং ওয়ার্ডের মেম্বার আবদুল আউয়ালের হাতে অনুদানের টাকা তুলে দেয়া হয়। তারা এই টাকা দিয়ে তিনটি পাম্প সার্ভিসিং করেন এবং পানি নিস্কাশনের খালগুলি পরিস্কার করেন।
এখন পাইপগুলি ফুটো হয়ে যাওয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম জীবন বিএনপি নেতা শাহআলমের স্বরনাপন্ন হলে তিনি তাৎক্ষনিক ভাবে পাইপগুলি পাল্টিয়ে নতুন পাইপ লাগানোর ব্যাবস্থা করেন। তিনি মাঈনুদ্দিন মেম্বারকে ডেকে নিয়ে এক লাখ টাকা তার হাতে তুলে দেন। এতে ইসদাইর-গাবতলী-টাগারের পাড়-লালপুর এলাকার মানুষ এবারের বর্ষায় কিছুটা হলেও স্বস্তি পাবে বলে ধারনা করা হচ্ছে।




