ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে রনির উদ্যোগ, নিজ খরচে খাল খনন শুরু

67

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে নিজ খরচে খাল খননের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। আজ রবিবার থেকে ফতুল্লার ইসদাইর রেল লাইন ব্রিজ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড পর্যন্ত ভরাট হয়ে যাওয়া কাঁচা ড্রেনটি খননের কাজ শুরু হবে।

এর আগে গতকাল শনিবার সকালে তিনি ইসদাইর এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার কারণ জানতে এলাকাবাসীর সাথে আলোচনা করেন।

এলাকাবাসী জানান, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকা, দুর্বল পাম্প এবং ইসদাইর রেল লাইন ব্রিজ থেকে লিংক রোড পর্যন্ত প্রধান ড্রেনটি দখল ও ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছর তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে ভরাট হয়ে যাওয়া ড্রেনটি দ্রুত খননের দাবি জানান।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে মশিউর রহমান রনি তাৎক্ষণিকভাবে নিজ খরচে ড্রেনটি খনন করে দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “বিগত সরকারের গাফিলতির কারণে ফতুল্লাবাসী বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে। মানুষের এই দুর্ভোগ লাঘবে আমি ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছি। আশা করি, এই খালটি খনন হলে এ বছর এলাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।”

এই খালটি খনন করা হলে ইসদাইর, মাসদাইর, লালপুরসহ রেললাইনের পূর্ব পাড়ের বিশাল এলাকার মানুষ জলাবদ্ধতার অভিশাপ থেকে সাময়িক মুক্তি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।