পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো পাঁচশ শিশু

244
পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো পাঁচশ শিশু

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

সুবিধাবঞ্চিত পাঁচশ শিশুর মাঝে ঈদের নতুন পোশাক তুলে দিয়েছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সংগঠন পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে কাশিপুর ইউনিয়নের গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার (ঈদের নতুন পোশাক) বিতরণের মাধ্যমে সফল সমাপ্তি ঘটে মহৎ এ উদ্যোগের।

ফাউন্ডেশনের সভাপতি আহসান উল ইউসুফ শাকিলের সভাপতিত্বে এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার তুলে দেন কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৮নং ওয়ার্ডের মেম্বার আইয়ুব আলী।

পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো পাঁচশ শিশু

সংগঠনের সহ-সভাপতি নাজমুল হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাজনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা নীট কনসার্নের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সাত্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি ইমতিয়াজ নিলয় প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা জীবনের অবৈতনিক শিক্ষক, মানবতার বন্ধু, কাশিপুর বহুমুখী সেবাঘরের প্রতিষ্ঠাতা গোলাম হায়দার উপস্থিত থেকে অনুষ্ঠানকে বিশেষ ভাবে সাফল্য মন্ডিত করে তোলেন।

পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার পেলো পাঁচশ শিশু

গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণের মাধ্যমে ৬ দিনের এ পোশাক বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ কার্যক্রমে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পেশকার ইয়ুথ টিমের সৈকত, সৌরভ, আসমা খাতুন, পান্না, হীরা, স্বাধীন, ইভান, কাইফ, রাফিসহ সকলের আন্তরিক অংশগ্রহণ ছিল অতুলনীয়।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সাজন বলেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আজকে শিশুদের হাতে এ ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ৫০০ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হলো। সামাজের পিছিয়ে পড়া, বিচ্ছিন্ন, সুবিধা বঞ্চিত, দরিদ্র, অসহায় এবং ভাগ্য বিড়ম্বিত নানা বয়সের, নানান বর্ণের, গোত্রের, নাগরিকদের জন্যে পেশকার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এ ধরনের কল্যাণমূলক নানা কর্মসূচি গ্রহণ এবং তা দ্রুত বাস্তবায়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।