পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিবারের ওপর হামলার অভিযোগ

114

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুল ইসলাম গত জুলাই ২০২৪ সালে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন, কেউবা রয়েছেন আত্মগোপনে। এরই ধারাবাহিকতায় আশিকুল ইসলামও বিদেশে পলাতক রয়েছে বলে জানায় তার পরিবার।

পরিবারের দাবি, তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা তার অবস্থান জানার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। এ লক্ষ্যে সম্প্রতি তার বাড়িতে হামলা চালানোসহ পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।

পলাতক আশিকুল ইসলামের পরিবার বলছে, “আমাদের পরিবার ক্রমাগত হুমকির মুখে রয়েছে। রাতে বাসার দরজায় লাঠিসোটা নিয়ে এসে চিৎকার করে তার অবস্থান জানতে চাওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে আওয়ামীলীগ বা অঙ্গসংগঠনের নিরীহ কোনো কর্মী বা তার পরিবারের উপর চাপ সৃষ্টি করা সমীচীন নয়। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা যাবে, তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই দায়িত্ব পালন করবে। মব জাস্টিস করার লক্ষ্যে আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয় বলেও মনে করেন তারা।

এদিকে, নিজেদের নিরাপত্তার লক্ষ্যে পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন পলাতক আশিকুল ইসলামের পরিবার।