নারায়ণগঞ্জ আদালত চত্তরে দলবদ্ধভাবে ভোট চাইছেন হুমায়ুন-আনোয়ার প্যানেল

22

 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রচার-প্রচারণায় জমে উঠেছে । অনেকদিন পরে স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারায় প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের পরিবেশ সৃষ্টি হওয়ায় ভোটাররাও খুশি। তিনটি প্যানেলের প্রচারণায় সারাক্ষণ মুখর থাকছে নারায়ণগঞ্জের আদালতপাড়া।

সোমবার (১৮ আগস্ট ) দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় মিছিল করে ভোট চেয়েছেন হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রার্থীরা এ সময় আদালত পাড়ায় স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন প্যানেলের প্রার্থী এবং ভোটাররা। প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে মিছিলটি আদালত পাড়ায় প্রদক্ষিণ করে।

নির্বাচনী প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছে বিএনপি সমর্থিত এবং আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেল। এই প্যানেলের প্রার্থীরা প্রতিটা ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। দলবদ্ধভাবে মিছিল করেও ভোট চাইছেন তারা।

হুমায়ূন-আনোয়ার প্যানেলের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বিএনপির সিনিয়র সকল আইনজীবীগন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র সকল আইনজীবী নিয়মিত প্রচারণায় অংশ নিচ্ছেন এবং হুমায়ুন-আনোয়ার প্যানেলের জন্য ভোট প্রার্থনা করছেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বারের  সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান সহ প্রমূখ।