দেশের সার্বিক পরিস্থিতি অবনতির প্রতিবাদে নাঃগঞ্জ মহানগর ছাত্রদলের বিক্ষোভ

134

 

স্টাফ রিপোর্টার: গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃংঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি রবিন সরকার পায়েল’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগরীর মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে এসময় বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও তার সন্তানকে নিয়ে কোনো কথা বলা যাবে না বলে হুশিয়ার করে বলেন, যে সন্তানের জন্য গত ১৬ বছর জীবন বিসর্জন দিয়ে, রক্তচক্ষু উপেক্ষা করে এই দলকে তারেক রহমানের নির্দেশে টিকিয়ে রেখেছে, সেই দলের নেতাকে নিয়ে আপনি কটূক্তি করবেন, তা হতে পারে না। পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী এদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করতে হবে।

এসময় বিক্ষোভ সমাবেশ আরো উপস্থিত ছিলেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কাজি শরিফুল ইসলাম সৈকত, ১৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ দিপু আহম্মেদ, সদর থানা ছাত্রদল নেতা মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ পল্লব, মোহাম্মদ আল আমীন ও ১৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।