দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে-সাখাওয়াত হোসেন খান

112

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা দীর্ঘ ১৬ বছর খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পতন ঘটেছে তার দুঃশাসনের কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি।

দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। দেশে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদের শতকরা ৭০ ভাগ আসন জয়লাভ করবে।

বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক অন্তর্ভুক্তি নিয়ে কেন্দ্রীয় কমিটির মনিটরিং কমিটির সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিএনপি’র আওতাধীন ১৭টি ওয়ার্ড, সাতটি ইউনিয়ন, দুটি থানা ও একটি উপজেলার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রবিবার (২০ জুলাই ) বিকাল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের নিচ তলায় মতবিনিবার সভার আয়োজন করা হয়।