না’গঞ্জর জেলা বিএনপির সমাবেশে :কাজী মনিরের তাক লাগানো মিছিল

369

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, যত দিন যাচ্ছে দেশে ততই চাদাবাজি, নৈরাজ্য, খুন বেড়েই চলেছে এই সকল কর্মকান্ড আটকাতে এবং ২৪ সের বিপ্লবকে রক্ষা করার  জন্য একটি সুস্থ  নির্বাচনের প্রয়োজন। সরকার যেনো নির্বাচনের তারিখ ও রোড,, ঘোষণা করে দেশের মানুষকে বিভ্রান্ত না করে  নির্বাচনে সংযুক্ত করুন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মেট্রোহল মােড়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি

দীর্ঘ ১৬ বছর ধরে একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ,৫২র ভাষা আন্দোলন হতে শুরু করে ২৪শে জুলাইয়ের বিপ্লবের কথা তাদের রক্তদানের কথা আমরা ভুলতে পারিনা আমরা কিছুতেই তাদের রক্তের সাথে বেইমানি কর‍তে পারিনা। ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি সেই একই চেতনা নিয়ে আমরা ২৪শে জুলাইতে ও বিপ্লব করেছি এইসকল বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি সুস্থ নির্বাচনের দাবিতে তারেক রহমান  ১ দিনের যে দাবি দিয়েছেন সেই দফাকে সামনে রেখে একটি সুস্থ নির্বাচনের জন্য সারাবাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা  মাঠে নেমেছে এবং নির্বাচন,পর্যন্ত মাঠে থাকবে,  একটি গণতান্ত্রিক রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করবে।একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মুক্তি আসবে অর্থনীতি সচল থাকবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে।