দলের দুঃসময়ে মিছিল মিটিংয়ে ছিলো সেই সকল রাজপথের নেতা কর্মীদের যেন মূল্যায়ন করা হয় -দুলাল হোসেন

281

মঙ্গলবার (২১ জানুয়ারী) শহরের মিশনপাড়ায় এলাকায় বিকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন তিনি বলেন,আমি প্রথমে মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া করছি একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী একটি গডফাদার শেখ হাসিনা থেকে আমাদের মুক্ত করেছেন। বিগত দিনে সামনে ব্যানার ধরার মতো লোক ছিলো না। মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই  যারা রাজপথে থেকে দলের দুঃসময়ে মিছিল মিটিংয়ে ছিলো সেই সকল রাজপথের নেতা কর্মীদের যেন মূল্যায়ন করা হয়।

তিনি আরো বলেন, যারা ঘুমিয়ে ছিলো আর বলতো আমরা বিএনপি করি কিন্তু আমাদের কানে কানে এসে বলতো অনেক কিন্তু খারাপ অবস্থা এই সকল নেতাদের যেন কমিটিতে স্থান না দেয়া হয়।  যারা জেল জুলুম খেটেও রাজপথে থেকে আমাদের সাথে সংগ্রম করেছে তাদের কমিটিতে আগে মূল্যায়ন করার আহ্বান জানাই।