জুলাই যোদ্ধা’ সিরাজুলের স্ত্রীর চিকিৎসায় না:গঞ্জ জেলা প্রশাসনের সহায়তা

55

 

অসুস্থ ‘জুলাই যোদ্ধা’ সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ আক্তার টিনার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ  জাহিদুল ইসলাম মিঞা তার কার্যালয়ে শাহনাজ আক্তারের হাতে অনুদানের চেক তুলে দেন।

দেওভোগ নাগবাড়ির বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ আক্তার টিনার দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

সিরাজুল ইসলাম, যিনি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত, জুলাই-আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের সময় একজন সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। পেশায় অটোরিকশা চালক সিরাজ সেসময় শিক্ষার্থীদের বিনামূল্যে বিভিন্ন স্থানে পৌঁছে দিতেন। আন্দোলনের এক পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন এবং তার শরীর থেকে সব রাবার বুলেট বের করা সম্ভব হয়নি। আহত অবস্থাতেই তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন।  স্ত্রীর অসুস্থতায় চিকিৎসার খরচ যোগাতে তিনি হিমশিম খাচ্ছিলেন।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, “শুধুমাত্র ‘জুলাই যোদ্ধা’ নয়, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করা হয়। আমাদের এই সহযোগিতা চলমান থাকবে।”[তিনি আরও জানান যে, দায়িত্বে থাকাকালীন জুলাই বিপ্লবে শহীদ বা আহতদের পরিবারের কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায়, সে বিষয়ে তিনি সচেষ্ট থাকবেন।

আর্থিক সহায়তা পেয়ে সিরাজুল ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে না পেরে হতাশ ছিলাম। কিন্তু ডিসি স্যার আমার বিপদে পাশে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এর আগেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আর্থিক অনুদান প্রদান করেছে।