গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায়, ভিক্টোরিয়া হাসপাতালে সাপ্তাহিক ক্লিনিং ডে চালু

75

 

জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ নগরীর ভিক্টোরিয়া হাসপাতালে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অধীনে সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ সূচনা করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই যুগান্তকারী উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালেও সপ্তাহে একদিন করে ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। পরবর্তীতে জেলার সকল সরকারি হাসপাতালে নিয়মিতভাবে এই কার্যক্রম চালু করার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে সরকারি হাসপাতালের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা সরকারি হাসপাতালকে মানুষের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। অসুস্থতার মুহূর্তে সরকারি হাসপাতালই আমাদের একমাত্র ভরসা। এই স্থানটিকে পরিচ্ছন্ন ও সেবামুখী রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও যোগ করেন, “হাসপাতালের নোংরা পরিবেশ পরিবর্তন করতে হলে আমাদের নিজেদের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে হবে। দোষারোপের সংস্কৃতি পরিহার করে সবাই মিলে পরিচ্ছন্নতার একটি সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে হবে।” জেলা প্রশাসক জানান, শুধু হাসপাতাল নয়, ধাপে ধাপে জেলার সকল সরকারি অফিসেও ‘ক্লিনিং ডে’ কার্যক্রম চালু করা হবে। তিনি এই উদ্যোগকে মানুষের আস্থা পুনরুদ্ধারে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।