গাবতলীতে ধরা পরলো বিদ্যুতের সার্ভিস তার চোর

237
গাবতলীতে ধরা পরলো বিদ্যুতের সার্ভিস তার চোর

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

এবার গাবতলী এলাকায় বিদ্যুতের সার্ভিস তার চুরি করতে এসে ধরা পরলো এক চোর। সে তার নাম বলেছে আল আমিন। মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় ভাড়া থাকে সে। বুধবার দিবাগত রাত তিনটায় ফতুল্লা থানার উত্তর মাসদাইর গাবতলী এলাকার বাসিন্দা সাগর আহম্মেদের বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে এই চোর।

গাবতলী সোসাইটির সিসি ক্যামেরার ওয়াচম্যান রুবেল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

উল্লেখ্য ফতুল্লা থানার গোটা গাবতলী এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাই অত্র এলাকার স্থানীয় চোর এবং মাদক ব্যাবসায়ী, মাদক সেবীরা আরো অনেক আগেই ধরা পরেছে। তবে বহিরাগত চোরেরা জানে না যে, এলাকাটিতে এভাবে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং রাতের বেলায় ওয়াচ করা হচ্ছে। তাই তারা গাবতলী এলাকায় চুরি করতে এসে ধরা পড়ছে।

প্রসঙ্গত সিসি ক্যামেরা আর গাবতলী সোসাইটির নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করার কারনে অত্র এলাকায় এখন সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যাবসা নেই বললেই চলে। তবে প্রায়শই ছিচকে চোরেরা চুরি করতে এসে ধরা পরছে বলে জানা গেছে।