খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল নেতা ফারহান বেগের উদ্যোগে দোয়া

142

 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে
শহরের ডিআইটি এলাকায় মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মহানগর যুবদল নেতা রাফিউদ্দিন রিয়াদ বলেন, আজ আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে এ মহুর্তে আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। তাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। যে নেত্রী আমাদের জন্য এতকিছু করেছে, তার এমন অবস্থা আমরা কোনভাবেই সইতে পারছি না। শুধু আল্লাহ্’র কাছে দোয়া করি, আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন। তার হায়াৎ বাড়িয়ে দেন। তিনি যেন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।

মহানগর যুবদল নেতা ফারহান বেগে এর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা আমজাদ, সিয়াম, এমদাদ, শামীমসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়।