সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন ও মাদার অব ডেমোক্রসি আপাষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামানায় মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাষাঢ়ার বলাকা পাম্পে এ মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয।
মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লালের সভাপতিত্বে প্রধন আলোচক হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, বেগম খালেদা জিয়া এ দেশে তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতি করতে এসে তার আদরের ছোট ছেলে আরাফাত রহমান কুকুকে হারিয়েছেন। তার সমস্ত আদর, ভালোবাসা, স্নেহ,মমতা বিসর্জন দিয়ে তারেক রহমানকে দেশের বাইরে রেখেছেন। তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শেষ সৃত্মি ক্যান্টনমেন্টের বাড়িটি ফ্যাসিস্ট হাসিনার কারনে রক্ষা করতে পারেন নি।এক কাপড়ে বাড়িটি থেকে বের হয়ে আসতে হয়েছে।একটি মিথ্যা মামলায় তাকে শেষ বয়সে নির্মম কারাবরন করতে হযেছে। সেখানে তাকে বিনা চিকিৎসায মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। ১/১১ সময তৎকালীন সরকার তাকে বলা হয়েছিল, এদেশের রাজনীতির সাথে আপনি আর যুক্ত থাকবেন না, এই মর্মে একটি অঙ্গিকারনামা দিয়ে বিদেশ চলে যান। তিনি তাদেরকে বলেছিলেন, পৃথিবীর কোথাও আমার ঠিকানা নাই।এ দেশের মাটিই আমার ঠিকানা।তাই তাকে বলা হয মাদার অব ডেমোক্রেসি।
এসময় তিনি হকার্সদের উদ্যেশে বলেন, আপনারা আইন মেনে চলবেন।সড়কে কোন দোকান,ভ্যানগাড়ি বসাবেন না। ফুতপাতে মানুষের চলাচলের যথেষ্ট জাযগা খালি রাখবেন।কাউকে কোন চাঁদা দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মুহাম্মদ রেজা রিপন,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা,নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এ,কে,এম মাজহারুল ইসলাম জোসেফ,নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুসা মিয়াসহ প্রমূখ।




