কাল বাবুরাইলে গনসংযোগ এবং বরফকলে ক্যাম্প উদ্ধোধন করবেন মাসুদুজ্জামান

189

স্টাফ রিপোর্টার :

আগামী কাল শহরের বাবুরাইল এলাকায় গনসংযোগ করবেন মাসুদুজ্জামান মাসুদ এবং সন্ধ্যায় নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করবেন বিএনপির মনোনীত এই প্রার্থী । গতকাল তার মিডিয়া সেলের সাথে যোগাযোগ করা  নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজকে এসব তথ্য জানান। মিডিয়া সেল থেকে আরো জানানো হয়, কাল বাবুরাইল এলাকায় গণসংযোগ করাকালে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরবেন। এ সময় তার সাথে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া একই দিনে তিনি শহরের বরফকল এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয় শুভ উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুস্ঠানেও দলের সর্ব স্থরের নেতাকর্মীরা উপিস্থিত থাকবেন। ##