ওসমান হাদীর খুনীদের গ্রেফতারের দাবীতে ফতুল্লায় বিক্ষোভ মিছিল 

100

 

 শুক্রবার( ১৯ডিসেম্বর) বিকাল ৪ টায় ফতুল্লা ৬নং ওয়ার্ড ধর্মগঞ্জ চতলার মাঠে ওসমান হাদির ক্ষুনিদের দ্রুত গ্রেফতার এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে ফতুল্লায় শরিফ হোসেন মানিকের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 বিক্ষোভ মিছিলে পূর্বে শরীফ হোসেন মানিক তিনি বলেন – গত ৫ ই আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় , ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন গণতন্ত্রে উত্তরনের লক্ষে তফসিল ঘোষনা করেছে , আমরা দেখতে পেলাম তফসিল ঘোষনার পরে আমাদের ভাই জুলাই অভ্যুত্থানের নেতা ওসমান হাদিকে আওয়ামী লীগের গুন্ডারা গুলি করে হত্যা করেছে। শুধু ওসমান হাদিকে তারা গুলি করে ক্ষেন্ত হয়নি । সারা বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডারা এই নির্বাচনকে বানচাল করার লক্ষে সারা দেশে পায়তারা করছে । আপনারা জানেন সেই লক্ষে আমাদের ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ৬ নং ওয়ার্ড কে অশান্ত করার লক্ষে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ হচ্ছে । আমরা কোনো ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এই ৬ নং ওয়ার্ডে ঐক্যবদ্ধ হতে দিবোনা। দৈর্ঘ্য ফ্যাসিস্ট জামানায় এই চতলার মাঠে আতংকের নাম ছিলো যুবলীগের ক্যাডার খোকন । এবং ৫ ই আগষ্টের পর দেশ থেকে পালিয়ে দেশের বাহিরে চলে গেছে । দেশের বাহিরে গিয়েও এই নির্বাচন কে বানচাল করার পায়তারা করছে। সেই সাথে খোকন বাগের ভাই মামুন বাগ মৃত্যু দন্ডের আসামী স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে যোগাযোগ করে এই এলাকার দায়িত্ব নিয়েছে । সেই সাথে এই দোষর দের গ্রেফতারের দাবি জানাচ্ছি , তারা এই চতলার মাঠে কোনো একটা অঘটন ঘটিয়ে দেশের বাইরে চলে যাবে। তাই আমি প্রশাসনের কাছে দাবী করি তাদের গ্রেফতার করে অতি শীঘ্রই তাদের পার্সপোর্ট জব্দ করা হোক। সেই সাথে ৬নং ওয়ার্ড যুবলীগ ছাত্র লীগের সন্ত্রাসীদের হুশিয়ার করে দিতে চাই দৈর্ঘ্য ১৭ বছরে ২০১৩ সালে আমাকে গুলি করে হত্যার পায়তারা করেছিলেন , ৫ ই আগষ্টের পর আমি কিছুই বলি নাই । সেই সাথে দৈর্ঘ্য ১৭ বছরে মিথ্যা মামলায় আমাকে আসামী করেছিলেন আমি কিছুই বলি নাই জুলাই এর অভ্যুত্থানে আমাকে গ্রেফতার করিয়েছেন আমি কিছুই বলি নাই কিন্তু আমার নেতা কর্মীদের গাঁয়ে একটি টার্চ পরলে আমি কাউকে ছারবো না । চিরুনি অভিজান চালিয়ে বাসা থেকে ধরে এনে জনগনের সামনে সোপর্দ করবো। তাই যারা বাসায় আছেন বাসায় থাকুন দৈর্য্যের বাঁধ ভাংবেন না।