এতো বছর পর সুযোগ পেয়েও কেনো ধানের শীষে ভোট দিতে পারবোনা?

191

স্টাফ রিপোর্টার :

এনায়েতনহর ইউনিয়ন বিএনপির নেতা ও গাবতলী এলাকার বিশিষ্ট সমাজসেবক শহীদুল হক বলেছেন এতো বছর পর আমরা ভোট দেয়ার সুযোগ পাচ্ছি অথচ আমাদের প্রিয় প্রতিক ধানের শীষে ভোট দিতে পারবনা, আমাদের নিজ দলের কোনো প্রার্থী থাকবে না, এটা ভাবলেই কষ্টে বুকটা ফেটে যায়। তিনি বলেন বিগত তিনটি নির্বাচনে আমাদের ভোট দেয়ার কোনো অধিকার ছিলো না। ফ্যাসিষ্ট শেখ হাসিনা আমাদের সেই অধীকার কেড়ে নিয়েছিলো। তাই বিগত পনেরো বছরে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে আমরা আমাদের প্রানের প্রতিক ধানের শীষে ভোট দিতে পারি নাই। তাই এবার এতো বছর পর ভোট দিতে পারবো ভেবে খুশীতে মনটা ভরে গিয়েছিলো। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবারের নির্বাচনে আমাদের প্রানের প্রতিক থাকছে না। তাই আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক এবং নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার তাদের মন ভালো নেই। আমরা হতাশ। তাই আমি মনে করি এখনো সময় আছে এই আসনে বিএনপি থেকে যোগ্য কাউকে প্রার্থী করার এবং ধানের শীষ প্রতিক দিয়ে নির্বাচন করানোর। অন্যথায় এই আসনটি ঝুকিতে পরে যাবে। যদিও এটা বিএনপির একটি নিশ্চিৎ আসন। এখানে বিএনপি থেকে প্রার্থী দিলে জিতবে শতভাগ। অন্যথায় আসনটিতে বিশেষ কোনো স্বতন্ত্র প্রার্থী অথবা জামায়াত প্রার্থী জিতে যাবার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের দাবি এখনো সময় আছে বিএনপির এই ঘাটিটি রক্ষা করার। নইলে এখানে বিএনপির আম-ছালা দুটোই যাবে বলে আমরা মরে করি। তাই আমরা অবিলম্বে জননেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। ##