ইমরান খানের পিতার মৃত্যুতে মহানগর মৎস্যজীবী দলের শোক প্রকাশ

107

 

বন্দর ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান খানের পিতা নুরু গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বন্দর ২২নং ওয়ার্ড মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি ও আমার রাজনৈতিক সহযোদ্ধা ইমরান খানের পিতা শুক্রবার ভোরে ইন্তেকাল করছেন। তার মৃত্যুতে আমি নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবীদলের পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।