আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট  টুর্নামেন্ট  শুভ উদ্বোধন অনুষ্ঠান

63

মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট  টুর্নামেন্ট-২০২৫/২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার  (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের ১৬নং ওয়ার্ড লেকপাড় সংলগ্ন মাঠে এ খেলা উদ্বোধন অনুষ্ঠানটি দেওভোগ ক্রিকেট ক্লাব এর আয়োজন করা হয়। অ

নুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হাওলাত হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সেন্টু,নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য,আমিনুল ইসলাম মিঠু,বিশিষ্ট সমাজ সেবক জহুরুল ইসলাম উজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক হাজী আলম চাঁন ও এলাকার গণমান্য ব্যক্তিগণ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তিনি আরও বলেন, আজ যার নামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়। তিনি দৌড়বিদ ছিলেন, ক্রিকেট খেলতেন এবং ফুটবলকে অনেক পছন্দ করতেন।  তাহার অর্জিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সম্মাননা পদক এখন স্মৃতি হয়ে রয়েছে।সমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করতে হলে, তিনি আরও বলেন, খেলাধুলার বিকল্প নেই। খেলাধূলাই পারে দেশ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে। তাই যুব সমাজের কাছে একটাই আহবান মাদক মুক্ত সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে সকলে মাদক কে না বলি।