আমরা না’গঞ্জ ৫ আসনে সকলেমিলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই – মাসুদুজ্জামান

86

 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বন্দরবাসীর যৌক্তিক দাবি-দাওয়ার পাশে তিনি সবসময় থাকবেন। নারায়ণগঞ্জ শহর এবং বন্দর একই মায়ের যেন দুই সন্তান। কখনোই তাদেরকে আলাদা করে দেখা যাবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সদ্য দলে ফেরা নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সহসভাপতি ও বন্দর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ বক্তব্য দেন মাসুদুজ্জামান। নেতাকর্মীদের নিয়ে পৌঁছালে আতাউর রহমান মুকুল মাসুদুজ্জামান মাসুদকে ফুল দিয়ে বরণ করে নেন।

মাসুদুজ্জামান মাসুদ  এ সময় বলেন, জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারলে বন্দরবাসীর যাতায়াতের জন্য প্রয়োজনীয় সেতুর দাবি জানাবো। যে সেতুটি এখন আছেতা বন্দরবাসীর কোনো কাজে আসে না। এতটুকু নদীপথ পাড়ি দিতে গিয়ে প্রতিবছর বহু মায়ের বুক খালি হয়। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন ভোগান্তি মেনে নেওয়া যায় না। বন্দরবাসীর যৌক্তিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা নারায়ণগঞ্জ – ৫ আসনে সকলে মিলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, আমাদের শৈশব-কৈশোর দুই পাড়েই কেটেছে। গত কয়েক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করার নির্দেশ দিলে আমি শহর ও বন্দরজুড়ে ঘুরেছি। বন্দর ঘুরে ব্যথিত হয়েছি। দীর্ঘদিন ধরে বন্দরবাসীর সঙ্গে ভোটের রাজনীতি হয়েছে, তাদের প্রাণের দাবি উপেক্ষিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরু উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, গোলাম নবী মুরাদ সহ প্রমূখ।