আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই – সাখাওয়াত

122

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা সেই জনগণকে মূল্যায়ন করতে চাই। জনগণ যাতে আগামী দিনে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা এ দেশের শাসক হতে চাই না, আমরা সেবক হতে চাই। আমরা জনগণের পাশে দাঁড়িয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জনগণকে শান্তি দিতে চাই।

শনিবার (২৯ মার্চ) নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি আয়োজনে উকিলপাড়ায় অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ যারা এখানে উপহার নিতে এসেছে, এটি আপনাদের অধিকার, কোনো দয়া নয়। আজ যাদের সম্পদ আছে, তারা সাধারণ মানুষকে দেবে। এটাই আল্লাহর আইন। আমাদের নেতা তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। অনুষ্ঠানে সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জিয়ার সৈনিকদের কাজ। আমরা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর জন্য দোয়া চাই। নেত্রী যেন দ্রুত চিকিৎসা শেষে দেশে ফিরতে পারেন এবং আমরা আগামী ঈদ তারেক রহমানকে সাথে নিয়ে করতে পারি। বিগত ষোল বছর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মানুষকে জিম্মি করে হত্যা, গুম ও খুনের মাধ্যমে জনগণের মুখের হাসি কেড়ে নিয়েছিল। আমরা বছরের পর বছর সাধারণ মানুষের সাথে ঈদ করতে পারিনি। তবে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে অত্র ঐরাকার গরীব ও অসহায় প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।