আজও রাজপথে ছিলেন আজমেরী ওসমান

149

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

দেশব্যাপী বিএনপি-জামায়াতের চলমান অবরোধ কর্মসূচির প্রতিবাদে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সড়ক ও মহাসড়কে শোডাউন করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। বুধবার (২৯ নভেম্বর) সকালে চাষাড়া থেকে শোডাউন শুরু করেন তিনি।

আজমেরী ওসমানের নেতৃত্বে শোডাউন করেন ৫ শতাধিক নেতাকর্মী। নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

এসময় “উন্নয়নের মার্কা, নৌকা-নৌকা”, “বার বার দরকার, শেখ হাসিনা সরকার, এ ধরনের নানা শ্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।

শোডাউন শেষে আজমেরী ওসমান সমর্থকরা বলেন, বিএনপি জামায়াতের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সবসময় সজাগ দৃষ্টি রয়েছে। অবরোধের নামে যদি কেউ অরাজকতা, আগুন সন্ত্রাস করতে চায় বা মানুষ পিটিয়ে মারার চেষ্টা করে সেটা প্রতিহত করতে আজমেরী ওসমানের নির্দেশে আমরা সবসময় রাজপথে আছি।’

এসময় উপস্থিত ছিলেন কাজী আমির, হামিদ, নাসির, সুমন, মনির, মিঠু, ইব্রাহিম, সাদ্দাম প্রমুখ।