আগামী ৭ নভেম্বর স্মরনকালের বিশাল শোডাউন করবেন শাহআলম

758

স্টাফ রিপোর্টার :

আগামী ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশা্ল শোডাউনের প্রস্তুতি নিয়েছেন বিএনপি নেতা আলহাজ্ব মহোম্মদ শাহআলম। ফতুল্লার ডিআইটি মাঠ থেকে এই র‌্যালী মুরু করা হবে। এই লক্ষ্যে আজ রাতে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। আগামী কাল থেকে এই র‌্যালী সফল করার জন্য আরো ব্যাপক প্রস্তুতি নেয়া হবে। বাদ্যবাজনা নিয়ে র‌্যালী করা হবে।

প্রনঙ্গত আলহাজ্ব মোহাম্মদ শাহআলম নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। গতকাল সারা দেশে ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষনা করা হলেও নারায়ণগঞ্জ-৪ আসনে কোনো প্রার্থী ঘোষনা দেয়া হয়নি। সূত্রমতে জানা গেছে জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে আমনটি ছেড়ে দিতে পারে বিএনপি। তবে শাহআলমকে যদি বিএনপি মনোনয়ন না দেয় তাহলে তিনি যেনো স্বতন্ত্র প্রার্থী হন এই বিষয়ে তার প্রতি মাঠ পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের চাপ রয়েছে বলে জানা গেছে। তাই শেষ পর্যন্ত না দেখে এবার তিনি মাঠ ছাড়বেন না বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।