দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুলাল হোসেনের গভীর শোক

65

 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এই শোক জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় দুলাল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মেহনতি মানুষের অধিকার আদায়ের এক আপোষহীন ইতিহাস। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে জাতি আজ তাঁর শ্রেষ্ঠ অভিভাবককে হারালো। বাংলাদেশের রাজনীতিতে এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “দেশনেত্রী আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। মিথ্যা মামলা ও চরম অসুস্থতা নিয়েও তিনি মাথা নত করেননি। তাঁর এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।”

দুলাল হোসেন শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।