না’গঞ্জে শীতার্তদের পাশে সাবেক প্যানেল মেয়র বিভা হাসান: রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ

66

নারায়ণগঞ্জে তীব্র শীত উপেক্ষা করে ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ ও সংরক্ষিত নারী কাউন্সিলর (১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) আফসানা আফরোজ বিভা হাসান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে রবিবার (২৮ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থানে পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

গভীর রাতে শীতের প্রকোপ যখন বাড়ছিল, তখন বিভা হাসান নিজেই নগরীর বিভিন্ন পয়েন্টে গিয়ে ফুটপাত ও খোলা আকাশের নিচে বসবাসরত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন। হঠাৎ এই উষ্ণ উপহার পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

এ সময় আফসানা আফরোজ বিভা হাসান বলেন, “মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাটাই আমার জীবনের মূল লক্ষ্য। তীব্র শীতে যারা ফুটপাতে বা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন, তাদের কষ্ট লাঘব করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমার এই ক্ষুদ্র উপহার যদি তাদের সামান্য উষ্ণতা দিতে পারে, তবেই আমি সার্থক। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাব, তারাও যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।”

কম্বল বিতরণের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভা হাসানের অনুসারীরা উপস্থিত ছিলেন।