না’গঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের মনোনয়ন পত্র জমা

89

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

রোববার (২৮ ডিসেম্বর) দুপরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা,বিএনপি নেতা আওলাদ হোসেন, লিটন, আইনজীবী নূর বাধন, বিএনপি নেতা আকতার হোসেন খোকন শাহ সহ  প্রমুখ।