খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় জেলা তাঁতীদলের দোয়া

123

 

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বাদ আসর ইসদাইর বুড়ির দোকান এলাকায় জেলা তাঁতীদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল’র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো: মজিবুর রহমান।এসময় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, আজ শুধু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ নয়, আজকে পুরো বাংলাদেশ অসুস্থ। আজ আমরা যদি ওনাকে এভাবে হারিয়ে ফেলি তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করছে, তারা বিজয়ী হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ আপনি নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন।প্রধান বক্তা মশিউর রহমান রনি বলেন, আপনাদের নিকট আমার অনুরোধ আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সময় এবং তাহাজ্জুদ নামাজের সময় আমার মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুইহাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেনো তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। বাংলাদেশের জনগণের জন্য তাকে ফিরিয়ে দেন এবং উন্নয়নে জন্য তাকে ফিরিয়ে দেন। সভাপতির বক্তব্যে এসময় সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, বেগম জিয়া, শুধু জিয়া পরিবারের নয়, তিনি এখন সারাদেশের গণমানুষের প্রিয় নেত্রী। তার অসুস্থতায় পুরো জাতি আজ আবেগআপ্লুত। তিনি গুরুতর অসুস্থ হয়ে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আশা করি দেশের মানুষের দোয়ায় তিনি অচিরেই সুস্থ্য হয়ে উঠবেন। এসময় দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিনের নিকট গণমানুষের প্রিয় নেত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘ, নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা এবং বাসায় তালিম খতম পড়ানো হয়।পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল’র সভাপতিত্বে এ দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব মশিউর রহমান রনি। এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতীদলের সভাপতি মোস্তাফিজুর রহমান শুক্কুর, সাধারণ সম্পাদক সালমান রহমান রুবেল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ওসার্বিক তত্ত্বাবধানে ফতুল্লা ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা হাসান ইমাম সম্রাট, এবং ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, এতে আরো উপস্থিত ছিলেন বৃহত্তর ইজদাইর এর গণ্যমান্য মুরুব্বি গন এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন