নাায়ণগঞ্জ ফার্স্ট নিউজ অনলাইন :
গতকাল বিকালে তিন দিনের সফরে টোকিওতে এসে পৌঁছেছেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এরপর জাপানের মারুহিসা প্যাসিফিক কোম্পানীর চেয়ারম্যান মি. কিমিনোবু হিরাইশি এর পূর্বনির্ধারিত ডিনার দাওয়াতে অংশগ্রহণ করেন। ডিনারে আরও উপস্থিত ছিলেন মি. কাজুইকি কাটাওকা, জেটরো বাংলাদেশ কান্ট্রি হেড; মি. আন্দো ইউজি, জেটরোর গ্লোবাল স্ট্র্যাটেজি (প্ল্যানিং ডিপার্টমেন্ট)–এর সিনিয়র ডিরেক্টর এবং সাবেকজেটরো বাংলাদেশ কান্ট্রি হেড; মি. হিদেও কামিয়ামা, ভাইস প্রেসিডেন্ট—দ্য জাপান বাংলাদেশ সোসাইটি এবং আরও অনেকে।
জাপান ও বাংলাদেশের EPA (Economic Partnership Agreement)–কে কেন্দ্র করে আগামীকাল Ministry of Economy, Trade & Industry (METI)–র ডিপার্টমেন্ট অব ট্রেড পলিসি–এর সঙ্গে মিটিং অনুষ্ঠিত হবে। বিকেলে রয়েছে “Japan Bangladesh Society – 38th Corporate Information Exchange Meeting”, যেখানে Japan-Bangladesh EPA–ই আলোচনার প্রধান বিষয় হিসেবে গুরুত্ব পাবে।
সন্ধ্যায় ছিলো Networking and Business Exchange Reception।
বিকেএমইএ সূত্র জানিয়েছে মোহাম্মদ হাতেমের এই সফরে জাপানে বাংলাদেশী তৈরী পোশাক রপ্তানী বৃদ্ধির অপার সম্ভাবনা দেখা দিয়েছে। তিন দিনের সফরে সেই দেশের পোশাক আমদানীকারকদের সঙ্গে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং জাপান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।




